পে অ্যাজ ইউ গো ইন্টারনেট প্যাক-এর মূল্য ৫০ শতাংশ কমালো গ্রামীণফোন
গ্রামীণফোন পে অ্যাজ ইউ গো নামে নতুন একটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। যা বর্তমানে প্রচলিত পেগো প্যাক (পি১)-এর ট্যারিফ মূল্যের চেয়ে ৫০ শতাংশ কম মূল্যে পাওয়া যাবে। এছাড়া
যেসব গ্রাহক নতুন পেগো প্যাকেজ ব্যবহার করবেন তাদের জন্য প্রতি কিলোবাইট ইন্টারনেট ব্যবহারের মূল্য ১ পয়সা (১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য) ধার্য করা হয়েছে। পাশাপাশি কোনো প্রকার অস্বাভাবিক বিল যাতে না আসে সে জন্য এই প্যাকেজে সর্বোচ্চ ৩০০ (+ভ্যাট) টাকা (৩০ দিনের মধ্যে) ব্যবহার করা যাবে। যদি কোনো গ্রাহক ৩০ দিনের মধ্যে ৩০০ টাকা (+ভ্যাট) খরচ করে ফেলেন সে ক্ষেত্রে তার ইন্টারনেট ব্রাউজিং অপশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হযোবে, যতক্ষণ না পর্যন্ত তিনি পুনরাএই প্যাকেজ চালু করবেন। যদি গ্রাহক ৩০০ টাকার ব্যবহার শেষ হওয়ার পর কোনো পদক্ষেপ না নেন তাহলে সংযোগটি ৩০ দিন অতিক্রম করার পর পুনরাচালু হবে।
অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাহক তার ডেটা ব্যবহারের তথ্যাদি এসএমএস-এর মাধ্যমে পাবেন। পাশাপাশি গ্রাহক যেকোন সমবিনামূল্যে এসএমএস এবং ইউএসএসডি-এর মাধ্যমে তার ডেটা ব্যবহার সংক্রান্ত তথ্যাদি পাবেন।