সাউথ-সাউথ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী
নিউ ইয়র্কে প্রথম দিনটি অর্জন দিয়েই শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশে দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সাউথ-সাউথ অ্যাওয়ার্ড। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে সাউথ-সাউথ নিউজের প্রধান কার্যালয়ে এই অ্যাওয়ার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেন, এটি আমার নয়, দেশবাসীর অর্জন। ১৯৯১ সালের পর থেকে দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ৫১ শতাংশ থেকে ২৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আর তা সম্ভব হয়েছে দেশবাসীর সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে। বাংলা নিউজ। দেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ একটি ুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব দেখতে চায়, যেখানে প্রতিটি মানুষ সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে, বলেন শেখ হাসিনা। সাউথ-সাউথ নিউজের অনারারি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ফ্রান্সিস লোরেনজো প্রধানমন্ত্রীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। ২০১০ সালে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনকালে সাউথ-সাউথ কো-অপারেশনের (এসএসসি) একটি উচ্চপর্যায়ের কমিটি সাউথ-সাউথ নিউজ নামের সংস্থাটি গঠন করে। এর উদ্দেশ্য হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা অর্জন ও বাস্তবায়নকে ত্বরান্বিত করা। আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এই এসএসসি’র আওতাভুক্ত। প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, দারিদ্র্যবিমোচন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেলে পরিণত হয়েছে। আমরা এই অর্জন ধরে রাখতে চাই। সাউথ-সাউথ নিউজের প থেকে এমন একটি অ্যাওয়ার্ড বাংলাদেশকে আরো অগ্রগতির পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়ার আগে সাইটেশনে ফ্রান্সিস লোরেনজো বলেন, জাতীয় পর্যায়ে দারিদ্র্যবিমোচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমডিজি অর্জনে বাংলাদেশ জাতীয় পর্যায়ে যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো প্রণিধানযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন। কর্মেেত্র মানসম্মত কাজ নিশ্চিত করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিা খাত এই সব ক’টি েেত্রই বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে। দারিদ্র্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং তা থেকে বাংলাদেশ আরো সাফল্যের পথে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন লোরেনজো। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত, ুধামুক্ত উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মহাজোট সরকার মতায় আসার পর থেকেই দারিদ্র্যবিমোচনে ব্যাপকভাবে কাজ করে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আর্থসামাজিক উন্নয়ন, শিার হার বাড়ানো ও মান উন্নত করাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আর তার ফলেই আজ বাংলাদেশ সারা বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। সাউথ-সাউথ অ্যাওয়ার্ড অর্জনকে দেশবাসীর প্রতি উৎসর্গ করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।