নেপথ্যে ইসরাইলি ফুটবলার!
লিভারপুল ছাড়ছেন সালাহ
প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুলের প্রাণভোমরা কে? সবাই এক বাক্যেই বলবেন, মোহাম্মদ সালাহ। মিসরের এ সুপারস্টার ক্লাবটিতে যুক্ত হওয়ার পর পরই সবার নজর কেড়েছেন। একের পর এক ম্যাচ জিতিয়েছেন। তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে অনেক অমুসলিমও লিভারপুলের ভক্ত হয়েছেন। সেই সালাহই যদি এখন লিভারপুল ছেড়ে দেন তো? হ্যাঁ, লিভারপুল ছেড়ে দিবেন সালাহ!
তবে এর পেছনে অন্য কোনো ক্লাবের বড় অঙ্কের প্রস্তাব নয়, রয়েছেন এক ইসরাইলি ফুটবলার। জেরুসালেম পোস্ট এ খবর জানিয়েছে।
ইসরাইলি পত্রিকাটি দাবি করেছে, আরব বংশদ্ভুদ ইসরাইলি ফুটবলার মোয়ানস দাবুরকে যদি লিভারপুল দলে ভেড়ায়, তাহলে ক্লাব ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন সালাহ। লিভারপুলকে এই সুপারস্টার বলেছেন, দাবুরকে নেয়া হলে তিনি দল ছেড়ে দিবেন।
এ ব্যাপারে সালাহ’র ঘনিষ্ঠজনের মন্তব্য দিয়ে পত্রিকাটি জানায়, সালাহ’র উচিত খেলার দিকে মনোযোগ দেয়া। পেশাদারী মনোভাব দেখানো। লিভারপুল কাকে দলে নিবে- এটি তার দেখার বিষয় না।
এইবারই প্রথম নয়, আরো একটি ঘটনাকে টেনে এনে পত্রিকাটি জানায়, ক্যারিয়ারের শুরুর দিকে বাসেলের হয়ে খেলতেন সালাহ। তখন মাকাবি তেল আবিবের বিপক্ষে খেলা ম্যাচে জুতার ফিতা বাঁধার অজুহাত দেখিয়ে এক ইসরাইলি ফুটবলারের সাথে নাকি হাত মেলাতে অস্বীকৃতি জানান এই মুসলিম তারকা।