ছাত্রনেতারা গুণ্ডা বদমাইশ : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মদনমোহন কলেজের ছাত্রনেতারা গুণ্ডা, বদমাইশ। তারা ছাত্রদের ফি থেকে কমিশন খায়। মদনমোহন কলেজ থেকে ছাত্রনেতারা মিলে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। গতকাল বিকালে রাতারগুল জলাবনের ভবিষ্যৎ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সালে মদনমোহন কলেজে ১৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪০০ জনের ফি কলেজ পেয়েছে। বাকি টাকা সকল দলের ছাত্রনেতারা মিলে খেয়ে ফেলেছে। তাদের কারণে কলেজের শিক্ষকদের বেতন দেয়া যাচ্ছে না। আলোচনা সভায় অর্থমন্ত্রী আরও বলেন, জলাবন রাতারগুল রক্ষায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা উচিত। রাতারগুলের উন্নয়নে ৬ কোটি টাকার যে প্রকল্প তৈরি করা হয়েছে তা শাবি, কৃষি ও বনবিভাগের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে। সিলেট জেলা বারের সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মদনমোহন কলেজের পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন। এ সময়ও তিনি কলেজের ছাত্রনেতাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন।