পাকিস্তানে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৪০
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। অসংখ্য বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। উপড়ে পড়েছে গাছপালা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ প্রদেশের আওয়ারান জেলা। শুধু এখানেই নিহত হয়েছে ৩০ জন। তুরবাতে নিহত হয়েছে তিন জন। আওয়ারান জেলার ডিসি আবদুল রশিদ বেলুচ বলেছেন, বিভিন্ন গ্রামে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তার নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। তাদের পরিণতি কি হয়েছে তা জানা যায় নি। গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে রিকটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ওদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. মালিক বেলুচ এ প্রদেশের ৩০টি জেলায়ই সর্বোচ্চ সতর্কতা জারি রাখার নির্দেশ দিয়েছেন।