কেনিয়া শপিংমলে হামলায় জড়িত ব্রিটিশ নারী !
কেনিয়ার রাজধানী নাইরোবির শপিংমলে সন্ত্রাসী হামলা ও পণবন্দীর ঘটনায় এক ব্রিটিশ নারী জড়িত বলে খবর বের হয়েছে। কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মুহাম্মাদ মার্কিন সরকারি রেডিও পিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন।
তবে, তার এ বক্তব্যের পরও মুখ বন্ধ রেখেছে ব্রিটিশ সরকার। এ নিয়ে কোনো কথা বলতে অস্বীকার করেছে তারা তবে, নাইরোবি ট্রাজেডিতে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে লন্ডন কেনিয়াকে সব ধরনের সহায়তা দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এ হামলায় আমেরিকার তিন নাগরিক জড়িত বলেও জানান কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনের মতো ওয়াশিংটনও এ বিষয়ে তেমন কিছুই বলেনি।
আমিনা মুহাম্মাদ বলেন, আমার মনে হয় ব্রিটিশ নারী এর আগেও বহুবার এ কাজ করেছে। কেনিয়ার মন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমিনা মুহাম্মাদের বক্তব্য তাদের “জানা আছে”।
মন্ত্রণালয় বলেছে, আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে কেনিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং এ ঘটনা তদন্তে তাদেরকে সমর্থন দেব।
কেনিয়ার নাইরোবি শপিং মলে হামলার জন্য সোমলিয়ার আশ-শাবাব গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। এ হামলা ও পণবন্দীর ঘটনায় এ পর্যন্ত ৬২ জন নিহত ও অন্তত ২০০ আহত হয়েছে।