দরসে তিরমিযীর সংকলক মাওলানা রশিদ আশরাফ সাইফির ইন্তেকাল
পাকিস্তানের অন্যতম আলেমে দ্বীন দরসে তিরমিযীর সংকলক, শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানির ভাগিনা ও দারুল উলুম করাচির শিক্ষক মাওলানা রশিদ আশরাফ সাইফি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যার পর তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পরিবার পরিজন, অসংখ্য ছাত্র ও ভক্তকুল৷
মাওলানা রশিদ আশরাফ সাইফি মুফতি শফি রহ.-এর সহকারী ও দারুল উলুমের নাজেম মাওলানা নুর মুহাম্মদ রহ. ও মুফতি তাকি উসমানির বড় বোনের সন্তান ছিলেন। মরহুম সাইফির পিতা মাওলানা নূর মহাম্মদ রহ. ছিলেন আরাকানী বংশোদ্ভুত পাকিস্তানের বাসিন্দা। মাওলানা রশিদ আশরাফ সাইফী ছিলেন তিরমিযি শরীফের অনবদ্য শরাহ গ্রন্থ দরসে তিরমিযি’র (মুফতি তাকি উসমানির তিরমিযি শরীফের দরসের আলোচনাগুলো একসঙ্গে নিয়ে আসা হয়েছে যেই বইয়ে) মুরাত্তিব৷
মাওলানা নুর মুহাম্মদ পাকিস্তানের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ইদারাতুল কুরআন ওয়াল উলুম আল ইসলামিয়াহ-এর প্রতিষ্ঠাতা। মাওলানা রশিদ আশরাফ সাইফি মুফতি শফি রহ.-এর পরিবারেই বড় হন। দারুল উলুমে তিনি লেখাপড়া করেন এবং দারুল উলুম করাচিতে দীর্ঘদিন শিক্ষকতাও করেন। তিনি দীর্ঘদিন নানা ধরনের রোগ-ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর।