বলিউড অভিনেতা কাদের খানের মৃত্যু
বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান কানাডার একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন রোগভোগের পর ৮১ বছর বয়সী এ অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান।
“আমার বাবা আমাদের ছেড়ে গেছেন। দীর্ঘ রোগভোগের পর কানাডার সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। বিকালে তিনি কোমায় চলে গিয়েছিলেন। ১৬-১৭ সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালে ছিলেন,” বলেছেন সরফরাজ। কাদের খানের জানাযা ও দাফন কানাডাতেই হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
“আমাদের পুরো পরিবার এখানে এবং আমরা এখানেই বাস করি। তাই উনার দাফন এখানেই করব আমরা,” বলেছেন তিনি।
একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে নিজের ভূমিকা ও অসংখ্য ছবির কাহিনীকার হিসেবে পরিচিত ছিলেন কাবুলে জন্ম নেওয়া কাদের খান। তিন শতাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।