তেহরান-লন্ডন সম্পর্ক বাড়াতে ইরান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউ ইয়র্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। বৈঠকে লন্ডন ও তেহরানের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে দুই মন্ত্রীর এ বৈঠক হয়। এতে ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি এবং সিরিয়া ও আফগানিস্তানসহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। তবে, বৈঠকে সবকিছু ছাপিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়টি বড় হয়ে ওঠে।
দুই শীর্ষ কূটনীতিকই ধাপে ধাপে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে জোর দেন। আলোচনার সময় জাওয়াদ জারিফ ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, নিছক ইরানের জনগণকে লক্ষ্য করেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে জারিফ আশা প্রকাশ করেন, আসন্ন বৈঠকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব নিরসনের আলোচনা এক আরো একধাপ এগিয়ে যাবে।
উইলিয়াম হেগ বলেন, এ বৈঠকের পর তার দেশ ইরানের সঙ্গে আর শত্র“তার সম্পর্ক তৈরির চেষ্টা করবে না বরং ভালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করবে ব্রিটেন। হেগ জানান, তিনি এবং জাওয়াদ জারিফ দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া, সিরিয়া ইস-্যতে গঠনমূলক ভূমিকা পালনের জন্য তেহরানের প্রতি আহ্বান জানান উইলিয়াম হেগ।