লুটনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত: তারেক ও শাহান চ্যাম্পিয়ান

৯ ডিসেম্বর রোববার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হলো লুটন মুসলিম এসোসিয়েশন এর দৈত ব্যাডমিন্টন টুর্নমেন্ট ২০১৮। লোটন স্পোর্টস ভিলেজ, বাটারফিল্ড গ্রিন রোডে অবস্থিত বিশাল স্পোর্টস সেন্টারে মিল্টনকিন্স ও লুটন থেকে আগত ৪০ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করেন।

ব্রিটেনের এই সুন্দর দিনে অসাধারণ পরিবেশে সারাদিন ব্যাপী চমৎকার খেলা উপভোগ করেন আগত দর্শকবৃন্দ লুটন মুসলিম এসোসিয়েশনের পক্ষ থেকে একদল তরুণ অনেক কষ্ট ও পরিশ্রম করে খুব সুন্দর ও সফল এই খেলা আয়োজন করে৷
ফাইন্যাল খেলায় তারেক হাসান ও মাহবুবুর রহমান শাহান জুটি তাজ উদ্দিন ও হাফিজ শহীদ আহমেদকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। তাজ উদ্দিন ও হাফিজ শহীদ আহমেদ রানার্স আপ এবং তৃতীয় স্থান লাভ করে আনামুর রশিদ মেনন ও এ এম এম জাহাঙ্গীর ৷ চতুর্থ স্থান অর্জন করে মাসুদ আহমেদ ও আবদুল আজিজ জুটি৷

খেলার সার্বিক ত্বত্তাবদানে ছিলেন লুটন মুসলিম এসোসিয়েশন এর সভাপতি শরীফ আহমেদ এবং তার সাথে সহযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেলিম মিয়া, ফজলুল খান, মোহাম্মদ মুহিত মিয়া, সায়েদ মুসাদ্দেক চৌধুরী, দেওয়ান আফজাল চৌধুরী ও আবদুস শহীদ প্রমুখ৷ বিজয়ীদের পুরুস্কার বিতরণ করেন সাউথ ইংল্যান্ড মুসলিম এসোসিয়েশন এর সভাপতি ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ব্যারিস্টার জহির আহমেদ ও অন্যান্য নেত্ববৃন্দ৷

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল এটি৷ মানুষকে সকল ধরণের খারাফ কাজ থেকে বিরত রাখে, খেলাধুলার মাধ্যমে দেহ ও মন সতেজ হয়৷ তাই নিয়মিত খেলাধুলার চৰ্চা এবং অংশগ্রহণ করা উচিত৷ তিনি তরুণদের উদ্যেশে বলেন তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে তারা ঘর বন্দী হয়ে শুধু ইন্টারনেটে গেইম নিয়ে ব্যস্থ থাকে৷ শারীরিক সুস্থতার জন্য ফিজিক্যাল খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য৷

বিজয়ীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে খেলার অন্যতম আয়োজক শরীফ আহমেদ৷ -প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button