ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভারস এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

টিএফএল কর্তৃক কনজেসন চার্জ প্রদানের ঘোষণায় কঠোর সমালোচনা

গত ৯ই জানুয়ারি ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভারস এসোসিয়েশনের এক জরুরি সভা পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডে অনুষ্ঠিত হয়।
সংঘটনের সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় ও সভাপতি কাজী বাবর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় টিএফএল কর্তৃক সম্প্রতি সকল মিনিক্যাব ড্রাইভারদের উপর কনজেসন চার্জ প্রদানের ঘোষণায় কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখ্য আগামি ৮ই এপ্রিল ২০১৯ সকাল ৭ ঘটিকা হতে বিকেল ৬ ঘটিকা পর্যন্ত, সপ্তাহের সোম বার থেকে শুক্রবার সকল প্রাইভেট হায়ার গাড়ি কনজেশন চার্য জোনের ভেতরে প্রবেশ করলে ১১ পাউন্ড ৫০ পেনি, করে কনজেশন চার্য প্রদানের ঘোষণা দেয় টিএফএল।
সভায় এর প্রতিবাদে আগামি ১৪ জানুয়ারী টিএফএল অফিসের সম্মুখে সংঘটনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করার ঘোষনা দেয়া হয়।
জরুরি সভায় অন্যানের মধ্য বক্তব্য রাখেন- আবিদ হোসেন অপু্, মোহাম্মদ আবুল কালাম, আব্দুস সালাম, মোস্তাক আহমদ,পারভেজ আহমদ, তওফিক আহমেদ ও ফজলুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button