আপিল বিভাগের দুই বিচারপতির প্রতি সাঈদীর অনাস্থা
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছেন। সাঈদীর পক্ষে তার আইনজীবী শিশির মোহাম্মদ মনির একথা জানিয়েছেন। প্রধান বিচারপতি বরাবর আবেদনটি মঙ্গলবার বিকেলে তিনি সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। বেঞ্চের যে দুই সদস্যের বিরুদ্ধে সাঈদী অনাস্থা জানান, তারা হলেন- বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী । আবেদনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আপিল বিভাগে নিয়ে আসার প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়। অপরদিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রত্যাহারের আবেদনের বিষয়ে বলা হয়, ২০১০ ও ২০১১ সালে লন্ডনে আওয়ামী লীগ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে কথা বলেছেন তিনি। আবেদনে দেলাওয়ার হোসাইন সাঈদী আশঙ্কা প্রকাশ করেন যে, তার মামলায় ওই দুই বিচারপতির অংশগ্রহণ ন্যায়বিচার ব্যাহত করবে। তাই বিচারকার্য থেকে ওই দুই বিচারপতিকে বিরত রাখার জন্য আবেদনটি করা হয় বলে জানান শিশির মুনীর।