৩৪ বছরের নীল গাড়ি এবং মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবার জোহর প্রদেশের বর্তমান সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে সাক্ষাত করেন। আর সেখানেই ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনার। আতিথেয়তার এক ভিন্ন নজির স্থাপন করলেন জহুর প্রদেশের সুলতান। সাক্ষৎ শেষ করে ফেরার পথে সুলতান ইব্রাহিম তার বাবার ৩৪ বছরের পুরনো প্রোটোন ১ সাগা মডেলের প্রথম সংস্করণের গাড়িতে করে জহুর বারুর ইস্তানা বুকেট সেরেইন থেকে প্রধানমন্ত্রীকে সিনাই বিমান বন্দরে নিয়ে যান। এসময় ২০ কিলোমিটার পথ সুলতান ইব্রাহিম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আর তার পাশের সিটে বসা ছিলেন বিশ্বের প্রবীণতম সরকার প্রধান মাহাথির মোহাম্মদ। মূলত, ৩৪ বছর আগে ১৯৮৫ সালে বর্তমান সুলতানের বাবা মৃত সুলতান ইস্কানদারকে মাহাথির মোহাম্মদ তার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী থাকা কালীন উপহার স্বরূপ প্রদান করেছিলেন এ গাড়িটি। প্রোটোন সাগা কোম্পানির প্রথম সংস্করনের গাড়িটির রেজিষ্টেশন নাম্বার প্রোটোন-১ এবং প্রথম সংস্করনে তৎকালীন বাজার মূল্য ছিলো ১৭ হাজার রিঙ্গিত! এটি ছিল মালয়েশিয়ার তৈরি প্রথম গাড়ি এবং এটি প্রোটনের ফ্যাগশিপ মডেলের গাড়ি। সুলতানকে উপহার দেয়া গাড়িটিতে ২০ কিলোমিটার যাত্রা করে এ সময় ড. মাহাথিরকে বেশ আবেগ প্রবণ হতে দেখা দেছে।