মদ পরিবেশন : জাতিসংঘ ভোজে অংশ নেননি ইরানি প্রেসিডেন্ট
মদ পরিবেশন করায় জাতিসংঘের দুপুরের খাবারে অংশ নেননি ইরানের প্রেসিডেন্ট ড: হাসান রুহানি। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এ ভোজসভার আয়োজন করা হয়েছিল।
এ ভোজসভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অংশ নেন। অনেকে ধারণা করছিলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বারাক ওবামার এখানেই প্রাথমিক সাক্ষাৎ হতে পারে। কিন্তু রুহানি ভোজসভা বর্জন করায় তা আর হয়ে ওঠেনি।
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিউ ইয়র্কে ওবামার সঙ্গে রুহানির বৈঠকের কোনো এজেন্ডা নেই। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকেও একই কথা বলা হয়েছে তবে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তারা।
১৯৭৯ সালে ইরানে মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ১৯৮০ সাল থেকে ইরান ও আমেরিকার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সূত্র: রেডিও তেহরান