হেফাজত নেতাদের নিয়ে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এক প্রেস বিবৃতিতে দৈনিক ইত্তেফাকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মুফতী তৈয়্যবসহ কয়েকজন ১০/১২ জন কেন্দ্রীয় নেতাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল। তিনি বলেছেন, আজকের দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠার ১ম কলামে ‘হেফাজত নেতাদের সঙ্গে আওয়ামীলীগের এক এমপির বৈঠক’ শিরোনামে যে মিথ্যা, ভিত্তিহীন কল্প-কাহিনী ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তি সৃষ্টিকারী ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই। আমরা পরিষ্কার বলছি, হেফাজতে ইসলাম কোন দলের এজেন্ডা বাস্তবায়নে নয়, বরং সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি শুধুমাত্র ইমান ও দেশ রক্ষার স্বার্থেই আন্দোলন করে যাচ্ছে। আমরা আশা করি, দৈনিক ইত্তেফাক নিজেদের ভুল স্বীকার করে আগামীতে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা বজায় রেখে অতীত ঐতিহ্য অক্ষুন্ন রাখবে।
তিনি বলেন, একটি স্বাধীন দেশে গণমাধ্যমের এমন ভূমিকা সত্যিই আমাদের অবাক করে। দেশের সচেতন ধর্মপ্রাণ মানুষ এই অপপ্রচার ও বিভ্রান্তিকর মিথ্যা খবরে ক্ষুদ্ধ ও ব্যথিত। জনাব মুফতী তৈয়্যব হোসাইন তার শশুরের অসুস্থতার কারণে গত দ’দিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। আওয়ামীলীগ এমপি জনাব শামসুল হক চৌধুরী যদি কারো সঙ্গে বৈঠক করেও থাকেন। তবে এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে, সেখানে হেফাজতের কোনো নেতা উপস্থিত ছিলেন না। অন্য কারো সঙ্গে বৈঠক করে তা হেফাজতের নামে চালিয়ে দেওয়া হয়েছে। যা একটি গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভুত, ঘৃণিত কাজ।
তিনি আরও বলেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ শুধুমাত্র ঈমানী দায়িত্ব মনে করে নিজেদের জান, মাল খরচ করে নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবীতে আন্দোলন করে যাচ্ছে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করার কোন লক্ষ্যই আমাদের নেই। সুতরাং দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আল্লামা শাহ্ আহমদ শফীর নেতৃত্বে হেফাজত ঘোষিত কর্মসূচীগুলো পালন করার উদাত্ত আহবান জানাচ্ছি। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button