বেড়েছে পাউন্ডের দর
পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার পরপরই বেড়েছে ডলারের বিপরীতে পাউন্ডের দর। গণভোটের আগের দিন ডলারের বিপরীতে পাউন্ডের মান ১ শতাংশ কমলেও ভোটের পরদিনই তা বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে শূন্য দশমিক ৭৭ স্টার্লিং। ২০১৮ সাল থেকে ডলারের বিপরীতে ৭ শতাংশ পর্যন্ত কমেছে স্টার্লিংয়ের মান। মঙ্গলবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তির পক্ষে-বিপক্ষে ভোট দেন এমপিরা।