ব্রিটিশ অর্থমন্ত্রীর কল রেকর্ডিং ফাঁস

চুক্তিবিহীন বিচ্ছেদ না হওয়ার আশ্বাস দিলেন ব্যবসায়ীদের

দ্রুতই চুক্তিবিহীন ব্রেক্সিটের ঝুঁকি দূর হবে বলে মন্তব্য করেছেন বৃটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। একই সঙ্গে সরকারি নীতির ব্যতিক্রম ঘটিয়ে ইইউ’র সঙ্গে সম্পর্ক নিয়ে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ বাতিল করা হতে পারে বলেও মনে করেন তিনি। মঙ্গলবার বৃটিশ ব্যবসায়ীদের সঙ্গে এক ‘কনফারেন্স কলে’ কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। তার ওই কলের রেকর্ডিং বুধবার রাতে ফাঁস হয়ে যায়। এতে বেক্সিট নিয়ে আতঙ্কের কথা তুলে ধরে ব্যবসায়ী নেতারা দ্বিতীয় ব্রেক্সিট গণভোটের দাবি তোলেন। এর প্রেক্ষিতে হ্যামন্ড তাদের আশ্বস্ত করে বলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা চুক্তিবিহীন বিচ্ছেদের বিরুদ্ধে। এসময় তিনি চুক্তিবিহীন বিচ্ছেদের বিরোধীতা করে বলেন, এটা বৃটিশ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর। সাবেক মন্ত্রী নিক বোলসের প্রস্তাবের মাধ্যমে কিভাবে চুক্তিবিহীন বিচ্ছেদ ঠেকিয়ে দেয়া যায়, আলাপচারিতায় সে বিষয়টিও উঠে আসে।
কনফারেন্স কলে অংশগ্রহণকারী বাকীরা হলেন- সিমেন্স, অ্যামাজন, স্কটিশ পাওয়ার, টেস্কো ও বিপির প্রধান। তারা চুক্তিবিহীন ব্রেক্সিটের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে অর্থমন্ত্রী ইঙ্গিত দেন, প্রয়োজনে সরকার কাস্টমস ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button