ধর্ম প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যুবলীগের সংবাদ সম্মেলন
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ ও দুমকী) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বিরুদ্ধে পারিবারিকি করণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় যুবলীগের নেতারা।
মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রেসক্লাবে উপজেলা যুবলীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
উপজেলার লেবুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল রশিদ প্যাদা লিখিত বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলকে ব্যবহারের টার্গেট নিয়ে আ’লীগ ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটি ভেঙে মন্ত্রী তার পরিবারের সদস্য ও স্বজনদের নের্তৃত্বে কমিটি গঠন করেছেন।
এ অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডে জেলা শহরসহ তিন উপজেলার সর্বত্র তীব্র সাংগঠনিক সংকট দেখা দিয়েছে।
সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পরিবর্তে বিভেদ বিপত্তি বেড়েই চলেছে। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে ধর্ম প্রতিমন্ত্রীর অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড প্রতিরোধে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুচ আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান আশ্রাফ, মনিরুল ইসলাম, বশির চৌকিদারসহ শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, মন্ত্রীর ছেলে আরিফুজ্জামান রনি জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পেয়ে সম্প্রতি জেলা সদর, দুমকি ও মির্জাগঞ্জের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষের আগেই ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনে উদ্যোগী হয়।
এরই প্রতিবাদ হিসেবে মঙ্গলবার দুমকি উপজেলাধীন লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন আহ্বান করা হয় বলে সূত্রে জানা গেছে। বাংলা নিউজ