নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন তাজীন
রুখসানা তারান্নুম তাজীন অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে এ বছর পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার গবেষনার বিষয় ছিলো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা। তাজীন অস্ট্রেলিয়া সরকার প্রদত্ত এনডিভার ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ইআইপিআরএস) বৃত্তি নিয়ে ২০০৯ সালে পিএইচডি গবেষণা শুরু করেন। তিনি ২০১১ সালে বাংলাদেশের পাঁচটি জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গবেষণার উপাত্ত সংগ্রহ করেন। গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে তাজীন অস্ট্রেলিয়া, জাপানসহ অন্যান্য দেশে আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন করেন। তিনি ২০০৩ সালে শাবিপ্রবি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ২০০৮ সালে একই বিষয়ে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তাজীন বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুইনবার্ন ইউনিভাসিটি অব টেকনোলজিতে গবেষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শাবিপ্রবিতে সিএসই বিভাগে প্রভাষক হিসেবে দু’বছর শিক্ষকতা করেন।
সিলেট নগরীর ফাজিলচিশত আবাসিক এলাকার ৫/১০ এর বাসিন্দা বিআরডিবি’র অবসরপ্রাপ্ত উপ পরিচালক মোঃ নূর উদ্দিন এবং অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা চৌধুরীর দ্বিতীয় কন্যা রুখসানা তারান্নুম তাজীন তার স্বামী সিভিল ইঞ্জিনিয়ার ড. মোঃ মামুনুর রশীদ মাছুম এর সাথে মেলবোর্ণে বসবাস করছেন।