এক্সপার্টদের জন্য বিশেষ ভিসা ব্যবস্থা চালু করবে ব্রিটেন
বিভিন্ন বিষয়ে এক্সপার্টদের জন্য বিশেষ ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন। প্রযুক্তি বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনারদের মতো প্রকৃত এক্সপার্টদের জন্য এ ভিসা পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছেন লন্ডন মেয়র বরিস জনসন। ইউকে ভিসা নিয়ে জটিলতা এড়াতে এবং প্রফেশনাল ব্যক্তিদেরকে সহজে বৃটেনের প্রবেশাধীকার দিতে এ ভিসা পদ্ধতি চালু করা হবে বলে জানানো হয়েছে। এ ভিসা পদ্ধতি চালু হলে ইউকে ভিসা নিয়ে জটিলতা কমবে ফলে আগ্রহ হারাতে হবে না প্রফেশনালদের। নতুন পদ্ধতির এ ভিসা সিস্টেমে দ্রুততর পদ্ধতিতে লন্ডনে প্রবেশের জন্য ভিসা প্রদান করা হবে। এতে প্রকৃত যোগ্যরা সহজেই ভিসা প্রসেসিং শেষ করতে পারবেন। এ সম্পর্কে মেয়র বরিস জনসন বলেন, এই পরিকল্পনা সত্যিকারের এক্সপার্টদের লন্ডনের প্রতি আকর্ষন বাড়াবে। লন্ডন মেয়র আরো বলেন, সিলিকন ভ্যারি এবং বেইজিংয়ের উচ্চবিত্ত সমাজ ও রুচিশীলদের জন্য বিজিনেস সফলতা এবং জ্ঞান বিকাশের উত্তম জায়গা লন্ডন। এখানে থেকে তারা বিশ্বায়নে ভূমিকা রাখতে পারবে। বরিস জনসনের প্রস্তাবিত এই পরিকল্পনায় বৃটেন সরকার এ খাতে বাৎসরিক একটি বরাদ্দের ঘোষণা দিতে পারে। এ পরিকল্পনার অধীনে প্রতি বছর প্রায় এক হাজার অসাধারন মেধাবীদের ভিসা আবেদনের অনুমতি দেয়া হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় বিশ্বের টপ ট্যালেন্টদের জন্য এই অফার প্রযোজ্য। লন্ডনের ব্যবসায়ী সমাজ সব সময় অভিযোগ করে আসছে যে, বিগত সময়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ে প্রকৃত মেধাবীদের তারা খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। এর কারণ হিসেবে তারা ইউকে ভিসার এক্সপেন্সিভ সিস্টেমকে দায়ী করেন। ডেপুটি মেয়র কিট ম্যালথাস বলেন, এই পদ্ধতি যদি সফলতা পায় তাহলে পরবর্তিতে সুযোগ আরো প্রসারিত করা হবে। বিশেষত টেকনোলোজি, ফ্যাশন এবং ব্যাক্তিগত গবেষণায় সফলদের জন্য এই পরিকল্পনা করা হয়েছে।