কাবুলে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন
আফগানিস্তানের চলমান সহিসংতা নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার রাজধানী কাবুলে বিভিন্ন মুসলিম দেশের ইসলামি বিশেষজ্ঞরা এক সম্মেলনে মিলিত হন। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইসলামিক স্কলারস অ্যান্ড পিচ’ শীর্ষক সম্মেলনেকে আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেয়ার সবশেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। আলজাজিরা। সম্মেলনের আয়োজক উচ্চ শান্তি পরিষদের মাসুম ইস্তানিকজাই বলেন, সহিংসতার পরিবর্তে শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে সংলাপ অনুষ্ঠানে বিশেষজ্ঞদের প্রজ্ঞা, পরামর্শ ও অভিজ্ঞতা খুবই উপকারী হবে। বিভিন্ন দেশের ২০০ ইসলামি পণ্ডিত রাজধানী কাবুলে আন্তর্জাতিক মানের একটি হোটেলে এ সম্মেলনে মিলিত হন। পাকিস্তান আফগানিস্তানের দ্বিতীয় শীর্ষ তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারদারকে মুক্তি দেয়ার কয়েক দিন পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো।