সড়ক দুর্ঘটনায় দরগাহ মাদ্রাসার মুহতামিম আহত
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়্যা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাজনগর নামক স্থানে তিনি দূর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, উল্টোদিক থেকে আসা একটি ট্রাক মুফতি আবাল কালামের প্রাইভেটকারে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি ও তাঁর গাড়ি চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থ্যতার জন্য আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির দোয়া কামনা করেছেন।