মার্চেই ইইউ ত্যাগে অনড় থেরেসা মে
যথা সময়ে ইউরোপের সঙ্গে সম্পর্কোচ্ছেদে ‘বদ্ধপরিকর’ বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সম্পর্কোচ্ছেদের পর আয়ারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত প্রক্রিয়া (আইরিশ ব্যাকস্টপ) কী হবে তা নিয়ে আলোচনা করতে ব্রাসেলস যাওয়ার আগে দ্য সানডে টেলিগ্রাফে এক কলামে এ কথা বলেন মে।
নতুন দাবি, নতুন পরিকল্পনা এবং পুনরায় দৃঢ়সঙ্কল্প’ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করতে যাবেন জানিয়ে মে লেখেন, “ব্যাকস্টপ নিয়ে বিকল্প একটি পরিকল্পনা দেওয়া হয়েছে, যদিও সেটা শুধুই একটি বিকল্প। সিনিয়র নেতা স্যার গ্রাহাম বর্তমান ব্যাকস্টপ পরিকল্পনা নিয়েও খুশি থাকতেন যদি সেখানে সময় বেঁধে দেওয়া হতো বা একতরফা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতো।”
যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রভাবশালী ব্যাকবেঞ্চারদের ‘১৯২২ কমিটি অব কনজারভেটিভ’র প্রধান গ্রাহাম ব্রাডি। গত মঙ্গলবার আইরিশ ব্যাকস্টপ নিয়ে ‘বিকল্প পরিকল্পনার’র পক্ষে সমর্থন দেন যুক্তরাজ্যের এমপিরা। যদিও আয়ারল্যান্ডের উপ প্রধানমন্ত্রী সিমন কনভেনি বলেছেন, নতুন প্রস্তাবে ‘ব্যাকস্টপ নিয়ে গ্রহণযোগ্য কোনো বিকল্প ব্যবস্থার কথা নেই’। “সম্পর্কোচ্ছেদের চুক্তি নিয়ে ইইউ নতুন করে আলোচনা করবে না। আর ব্যাকস্টপ ব্যবস্থায় পরিবর্তন না হলে কোনো ব্রেক্সিট চুক্তি হবে না।”