মিসরে ব্রাদারহুডের পত্রিকাও বন্ধ করে দেয়া হয়েছে
মুসলিম ব্রাদারহুডের ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ পত্রিকা বন্ধ করে দিয়েছে মিসরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। বুধবার এ খবর নিশ্চিত করেছে মুসলিম ব্রাদারহুড। সোমবার সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাত্র একদিন পরই এ পদক্ষেপ নিল দেশটির সেনা সমর্থিত সরকার।
ব্রাদারহুড জানিয়েছে, ফ্রিডম অ্যান্ড জাস্টিসের অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও কাগজপত্র জব্দ করার পর অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী পত্রিকাটির কার্যালয়টি বন্ধ করে দেয়।
ব্রাদারহুডের ফেসবুক পেজে বলা হয়, “ফ্রিডম অ্যান্ড জাস্টিস পত্রিকার কার্যালয়ে অভিযান চালানোর পর পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।”
দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সংঘাত সৃষ্টি ওসন্ত্রাসী কর্মকাণ্ড করার দায়ে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার মিসরের অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডের সদস্যদের বিরুদ্ধেচূড়ান্ত আইনি সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত দলটির নিষিদ্ধের রায় স্থগিতরাখার সিদ্ধান্ত নিয়েছে।