ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে আবার পরাজিত মে
ব্রেক্সিট চুক্তি পরিবর্তনের জন্য পুনরায় আলোচনার পরিকল্পনা নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভোটে আবার পরাজিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। তার পরিকল্পনা সমর্থন করার প্রস্তাবের বিপক্ষে পড়ে ৩০৩ এবং পক্ষে পড়ে ২৫৮ ভোট। ফলে, ব্রেক্সিট চুক্তিটি পরিবর্তন করতে পারলে মে সেটি অনুমোদন করিয়ে নিতে পারবেন বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়ে সংশয় সৃষ্টি হল।
গত বৃহস্পতিবার এমপি’রা পার্লামেন্টে ওই প্রতীকী ভোট দেন। ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রাসেলসের সঙ্গে পুনরায় আলোচনার পরিকল্পনায় মে’র নতুন করে দৃঢ় সমর্থন পাওয়ার চেষ্টাতেই এ ভোট হয়। কিন্তু মে তার প্রস্তাবে ৪৫ ভোটে হেরেছেন। এতে সরকারকে তার অবস্থান বদলাতে না হলেও ইইউ এর সঙ্গে মে’র আলোচনা চালানো কঠিন হবে। কারণ, ইইউ নেতারা আর মে’র ওপর ভরসা করতে পারবেন না। যুক্তরাজ্য যাতে আয়াল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে না থাকে সে চেষ্টা করছেন মে। আর সেকারণেই ইইউ’র সঙ্গে আলোচনা করে ব্রেক্সিট চুক্তিতে এ বিষয়টিতে পরিবর্তন আনতে চাইছেন তিনি।