মঙ্গোলিয়ায় কেএফসির ব্যবসা বন্ধ
খাদ্যে বিষক্রিয়ায় ক্রেতারা অসুস্থ হয়ে পড়ায় মঙ্গোলিয়ায় কেএফসির সবগুলো শাখা বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্ট-ফুড চেইন শপ কেন্টাকি ফ্রাইড চিকেন(কেএফসি)- এর ১১টি শাখা ছিলো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে। এই ঘটনায় সবগুলোই বন্ধ করে দেয়া হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খাদ্যে বিষয়ক্রিয়া পাওয়া গেছে একটি শাখায়।
মঙ্গোলিয়ার এএমবি নিউজ সাইটের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে, অন্তত ৩ ডজন লোক অসুস্থ হয়েছে কেএফসির খাবার খেয়ে, যাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফাস্ট ফুড চেইন শপ কেএফসি ২০১৩ সালে মঙ্গোলিয়ায় কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে সেখানে ১১টি শাখা খুলেছিল তারা। যার সবগুলোই এবার বন্ধ হয়ে গেল।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উলাবাটরের একটি রেস্টেুরেন্টে খাদ্যে বিষয়ক্রিয়ার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ স্বাস্থ্যবিধি দুর্বল ছিলো বলে জানিয়েছে পুলিশ। প্রায় আড়াইশ লোক ডায়রিয়া বমিসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছে, যাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।