থেরেসা মেকে তিন মাসের সময় দিবেন মন্ত্রীরা
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে তিন মাসের মধ্যেই পদ ছাড়তে হবে। মে মাসে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের পরই পদত্যাগ করে ব্রেক্সিট সমঝোতার পরবর্তী অধ্যায় অন্য কোনো নেতার কাছে হস্তান্তর করতে বলবেন তারা। মন্ত্রীদের সঙ্গে কথা বলে এই চিত্র পেয়েছে গার্ডিয়ান।
খবরে বলা হয়, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন যে, ব্রেক্সিট দরকষাকষির প্রথম পর্যায়ের পরপরই প্রধানমন্ত্রী চলে যাবেন, এমনটাই তারা চান। নয়তো এই বছরের শেষের দিকে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে তাকে। তবে ব্রেক্সিটের পরও দীর্ঘদিন পদে থাকতে আগ্রহী থেরেসা মে। বিশেষ করে, এই উত্তাল ব্রেক্সিট দরকষাকষির সময় তিনি নামের পাশে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক অর্জন রাখতে পারছেন না। তিনি চান নিজের রাজনৈতিক ‘লিগ্যাসি’ রেখে যেতে। অপরদিকে কয়েকজন মন্ত্রী বলছেন, তার উচিৎ হবে বড়জোর আগামী স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল অবধি নিজের মেয়াদ থাকবে, এমনটা চিন্তা করা।