৯১তম অস্কারের সেরা ছবি ‘গ্রিন বুক’
চলচ্চিত্র অঙ্গনের শীর্ষ পুরস্কার অস্কারের ৯১তম আসরের সেরা চলচ্চিত্র মনোনীত হয়েছে ‘গ্রিন বুক’। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির পরিচালনায় ছিলেন মার্কিন পরিচালক পিটার ফ্যারেলি। ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ভোরে) যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অস্কারের এবারের আসর বসে। ৯১তম অস্কারের সেরা চলচ্চিত্র হয়েছে গ্রিন বুক। এবারের আসরে বোহেমিয়ান র্যাপসোডির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন রামি মালেক। আর দ্য ফেভারিটের জন্য সেরা অভিনেত্রী মনোনীত হয়েছে অলিভিয়া কোলম্যান।
এছাড়া সেরা সহঅভিনেত্রী হিসেবে রেজিনা কিং (ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক) এবং সেরা সহঅভিনেতার পুরস্কার পান মাহেরশালা আলী (গ্রিন বুক)। সেরা পরিচালক হন ‘রোমা’ ছবির আলফাঁসো কুয়েরাঁ। সেরা চিত্রনাট্য হিসেবে নির্বাচিত হয়েছে গ্রিন বুক। এছাড়া সেরা অ্যানিমেটেড ফিচার ছবি হিসেবে স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স, সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে মেক্সিকোর রোমা এবং সেরা প্রামাণ্যচিত্র হিসেবে ফ্রি সলো নির্বাচিত হয়েছে। অন্যদিকে সেরা অ্যানিমেটেড শর্ট হিসেবে ‘বাও’, সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ‘পিরিয়ড, অ্যান্ড অব সেনটেন্স; এবং সেরা লাইভ অ্যাকশন শর্ট হিসেবে ‘স্কিন’ অস্কার জিতেছে।