সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২, বিজিবি মোতায়েন
সাতক্ষীরা আশাশুনির শ্রীউলায় বিএনপি-আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ২ কর্মী নিহত হয়েছেন। ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীউলা গ্রামের বড় মসজিদ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- আশাশুনির শ্রীউলা এলাকার বিএনপিকর্মী হাকিম সরদার (৫৫) ও রনি (২৫)।
স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মেম্বর ভুট্ট গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল।
সকাল ১০টার দিকে আওয়ামী লীগের লোকজন ভুট্ট গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে লাঠিসোটা, দা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বিএনপিকর্মী হাকিম ও রনি। আশঙ্কাজনক অবস্থায় আসাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।