সিলেটে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন
দেশে দ্বিতীয় ধাপে নির্বাচনের অন্তর্ভুক্ত সিলেট জেলার ১২টি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন।
সকালে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এসময়ের জেলার মোট ১২ টি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করতে আগে থেকেই অনেক প্রার্থী প্রস্তুত রেখেছিলেন মাইক সহ প্রচারণার গাড়ি। ইতোমধ্যে প্রতীক পেয়ে সকল প্রার্থী প্রচারণা শুরুও করেছেন। আবার অনেকে পোষ্টার, লিফলেট, ব্যানার ফেস্টুনসহ প্রচারণার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জামাদি প্রস্তুত করতে দিয়েছেন।
সিলেট জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার জানান, সিলেটে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রর্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান তিনি।
প্রতীক বরাদ্দের সময় সিলেট সদর উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার। স্বতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস। মাজহারুল ইসলাম ডালিম ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। নুরে আলম সিরাজী পেলেছেন মোটরসাইকেল।