মার্কা আর দল নয়, ব্যক্তি দেখতে হবে : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল মনে করে তাদের কোনো বিকল্প নেই। কিন্তু জনগণের জন্য বিকল্প দল থাকতে হবে। এজন্য দল এবং মার্কা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার আমাদের যে রোগ আছে সেটার চিকিৎসা করতে হবে। মার্কা আর দল নয়, ব্যক্তি দেখতে হবে। বৃস্পতিবার দুপুরে জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত ‘চলমান জাতীয় সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ড. কামাল বলেন, দেশের সংবিধানে বড় দুই দলসহ কোনো দলকেই দেশের মালিকানা চিরস্থায়ীভাবে লিখে দেয়া হয়নি। স্বাধীন দেশের রাষ্ট্রের মালিক জনগণ। সঠিক গণতান্ত্রিক দেশ হলো জনগণ শাসিত রাষ্ট্র। বড় দলগুলো মনে করে তাদের কথাই সংবিধানে লিখে দেয়া হয়েছে। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাই প্রতিনিধিত্বশীল গণতন্ত্র অপরিহার্য। কিন্তু সেই প্রতিনিধিত্ব যদি সঠিকভাবে প্রয়োগ না হয় তবে বঞ্চিত হয় ১৬ কোটি মানুষ, সমগ্র জাতি। ড. কামাল বলেন, সাধারণ মানুষ এমনকি নিরক্ষর হতে পারে এমন রিকশাচালকও আজ সচেতন। তারা বলছে, এটা গণতন্ত্র হতে পারে না। তাই অবশ্যই নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীন হতে হবে। মনোনয়ন বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, এটা কি বিশ্বের আর কোনো দেশে আছে? এখন মনোনয়ন পেতে পাঁচ থেকে ১৫ কোটি টাকা খরচ হচ্ছে। আজ এটা রেওয়াজে পরিণত হয়েছে। এটা গণতন্ত্র হতে পারে না। এটা টাকাতন্ত্র নয়, এটা কালো টাকাতন্ত্র। আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ড. এম এ মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু সাঈদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোঃ রহমাতুল্লাহ, সংগঠনের সভাপতি অধ্যক্ষ বি এম নাজমুল হক প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button