থেরেসা মে’র হুমকি
ব্রেক্সিটচুক্তি প্রত্যাখ্যাত হলে ব্রিটেন কখনোই ইইউ ছাড়বে না
ব্রিটেনের ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া ব্রেক্সিট এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এবার তিনি অনেকটা হুমকির সুরেই বললেন, ব্রেক্সিটচুক্তি প্রত্যাখ্যাত হলে ব্রিটেন কখনোই ইইউ ছাড়বে না।
থেরেসা মে শুক্রবার ব্রিটেনের মৎস আহরণ বন্দর গ্রিমসবিতে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, ব্রিটেনকে জোট ছাড়তে ইইউ এর আরো সহায়তা প্রয়োজন। ব্রিটিশ এমপিদেরও জোরালো সমর্থন প্রয়োজন। আর যদি আবারো ব্রেক্সিটের বিপক্ষে ভোট পড়ে বা প্রতিনিধিরা চুক্তিটি প্রত্যাখ্যান করে তাহলে আর কখনোই জোট ছাড়া হবে না। তিনি আরো বলেন, ‘যদি ব্রেক্সিটচুক্তিটি ভোটে পাশ না হয় তাহলে এটি কারো জন্যই শুভকর হবে না। এবং পূর্বনির্ধারিত তারিখ ২৯ মার্চও কোন চুক্তি স্বাক্ষর হবে না। কিন্তু এমনটা হবে বলে আমি মনে করি না।’