সুদানে তিনদিনের দাঙ্গায় ২৯ জনের মৃত্যু
জ্বালানী তেলে ভর্তুকি না দেয়ার সরকারী সিদ্ধান্তের জের ধরে চলা তিনদিনের দাঙ্গায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে সুদানে, জানিয়েছে সুদানের এক হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানী খার্তুমের টুইন সিটি ওমদুরমান-এর একটি হাসপাতাল সূত্র একটি সংবাদ সংস্থাকে জানান, ‘গত সোমবার প্রতিবাদ শুরু হবার পর থেকে ২১ জনের মৃতদেহ গ্রহণ করেছি আমরা।’ অন্যান্য অঞ্চলে মারা গেছেন আরো আটজন, জানিয়েছেন পরিবারের সদস্যরা।গত বৃহস্পতিবার সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয় খার্তুমে। কিন্তু সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে দাঙ্গা-বিরোধী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ করা যায়। জানিয়েছেন সংবাদ সংস্থার একজন সংবাদদাতা। প্রেসিডেন্ট হিসেবে সুদানে দায়িত্ব নেয়ার পর থেকে এটি তার শাসনামলের সবচেয়ে বড়ো প্রতিবাদ সমাবেশ।মার্কিন দূতাবাস তার নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এই মর্মে যে, দুঃখজনক অনেক হতাহতের খবর পেয়েছে তারা এবং যেকোনো মুহূর্তে ফের সহিংসতা শুরু হয়ে যেতে পারে বলে সাবধানে চলাচল করতে বলেছে তাদের।বুধবার রাজধানীর কয়েকটি জেলায় শহরের কেন্দ্রে দাঙ্গা শুরু হয়। সর্বপ্রথম প্রতিবাদ শুরু হয় খার্তুমের দক্ষিণে অবস্থিত গেজিরা রাজ্যের ওয়াদ মাদানী এলাকায়। এখানেই সোমবার দাঙ্গায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরে দাঙ্গা ছড়িয়ে পড়ে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালাতেও। শিক্ষাব্যবস্থা কর্তৃপক্ষ সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ওদিকে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। তবে তা কারিগরি কোনো সমস্যার কারণে নাকি কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে তা জানা যায়নি এখনো।