শামীমার শিশু সন্তানের মৃত্যু
তুমুল সমালোচনার মুখে ব্রিটিশ সরকার
তিন বছর আগে আইএস এ যোগ দিতে ইংল্যান্ড থেকে পালিয়ে সিরিয়ায় যান ব্রিটিশ তরুণী শামীমা বেগম। সম্প্রতি সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামিমার সদ্যোজাত শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের বিরুদ্ধেও সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। তাকে ‘নৈতিকভাবে কাপুরুষ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। ব্রিটেনের লেবার পার্টি বলছে, একটি ‘দাম্ভিক ও অমানবিক’ সিদ্ধান্তের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
কনজারভেটিভ পার্টির এমপি ফিলিপ লি এই মর্মান্তিক ঘটনার পর ‘নৈতিক দায়বোধের প্রতিফলন’ দেখাতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শামীমার স্বজনদের অভিযোগ, শিশুটির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্রিটেন। ১৯ ফেব্রুয়ারি শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে ব্রিটিশ সরকার। শুক্রবার শামীমার আইনজীবী জানান, শামীমার ছেলে জারাহ মারা গেছে। নিউমোনিয়ার কারণে তার মৃত্যু হয়েছে।