দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পার ব্রিটিশ তরুণীর
দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পেরুনোর বিরল নজির স্থাপন করলেন ব্রিটিশ তরুণী সারা আউটেন। জাপান থেকে যাত্রা শুরু করেছিলেন। পথে অনেক ঝড়-ঝাপটা সামলে সোমবার আলাস্কা পৌছান তিনি।
লন্ডন থেকে যাত্রা শুরু করে লন্ডনে ফিরে যাওয়া। বিমানে নয়, গাড়িতে নয়। কখনো সাইকেলে, কখনো বা রোয়িং করে। সারা আউটেনের এই পরিকল্পনার পোশাকি নাম ‘লন্ডন টু লন্ডন।’
এই অ্যাডভেঞ্চারেরই একটা ধাপ পেরিয়েছেন সোমবার, রোয়িং করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে। এর আগে ২০১০-১২ সালে একবার চেষ্টা করেছিলেন। কিন্তু সামুদ্রিক ঝঞ্ঝায় সেবার তার নৌকাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাপানের উপকূলরক্ষীরা তাকে উদ্ধার করেছিলেন।
এ বছর নতুন নৌকা নিয়ে ফের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়েন সারা। এবার সফল। সোমবার আলাস্কার আদাকে পৌছেছেন তিনি। যদিও যাত্রা এখনো অসমাপ্ত। এরপর লন্ডনে ফিরতে আরো একবার নৌকা ভাসাবেন সারা। তবেই শেষ হবে তার বিশ্বভ্রমণ। ২০০৯ সালে রোয়িং করে ভারত মহাসাগর পেরিয়ে এরই মধ্যে গিনিস বুকে নাম তুলে ফেলেছেন এই ব্রিটিশ তরুণী।