নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে ৪০
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলার ঘটনায় ২ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে ৪০ এবং আরো ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্যা টেলিগ্রাফ। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন বলে ঢাকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। আহতদের মধ্যেও একাধিক বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি। তবে হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
স্থানীয়রা জানায় সামরিক বাহিনীর পোশাকে একটি স্বয়ংক্রিয় রাইফেল বহনকারী ব্যক্তি স্থানীয় সময় ১.৪০ মিনিটে আল নূর মসজিদের লোকজনদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় বন্দুকধারী হামলার ভিডিও ফুটেজটি লাইভ পোস্ট করে। নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ এঘটনায় চার সন্দেহভাজনকে আটকের কথা নিশ্চিত করেছে। অটকৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা অস্ট্রেলিয়ান নাগরিক হিসাবে নিশ্চিত হওয়ার কথা তিনি জানান। শ্যুটিংয়ের দায় স্বীকার করে একজন ব্যক্তি ৭৪ পৃষ্ঠার বিরোধী-অভিবাসী মনিটরিও ছেড়ে দিয়েছেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি কে ছিলেন এবং তার কাজের জন্য তার যুক্তি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্দ আর্মেন বলেন, চরম সহিংসতার এই ধরনের কাজগুলির জন্য নিউজিল্যান্ডে কোন জায়গা নেই। এদিকে হামরার ঘটনায় দেমটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।