সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

মসজিদে প্রার্থনারত নিষ্পাপ মানুষদের ওপর এমন বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়ে টুইটে তিনি বলেছেন, আমি খুব কষ্ট পেয়েছি শান্তিপূর্ণভাবে প্রার্থনারত অবস্থায় মুসলমানদের ওপর এমন হামলা চালানোয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। একইসঙ্গে সন্ত্রাসী এই কর্মকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন জাতিসংঘ মহাসচিব। এসময় আজকে এবং প্রতিদিন আমাদের অবশ্যই মুসলিমবিরোধী ঘৃণাসহ সব ধরনের ধর্মান্ধতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া উচিত বলে বিশ্ববাসীকে আহ্বান জানান গুতেরেস।

উল্লেখ্য, আজ শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে বর্বরোচিত হামলা হয়। এতে ৪৯ জন নিহত হন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button