নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় শোক প্রকাশ করলেন মেয়র জন বিগস

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে নিরীহ মুসলমানদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। এক বিশেষ বিবৃতিতে একে তিনি ভয়ংকর সন্ত্রাসী হামলা উল্লেখ করে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সাথে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

ঘটনার দিনটিকে নিউজিল্যান্ডবাসীদের জন্য চরম বেদনার উল্লেখ করে মেয়র আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে আমরা সবসময়ই যে কোন ধরনের ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং প্রতিদিনই আমরা একে ঘৃণা জানাবো। নিউজিল্যান্ডবাসীদের এমন দু:খের দিনে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা তাদের পাশে থাকবে বলেও মেয়র অঙ্গিকার করেছেন।
মেয়র বলেন, আর এজন্য তাদের সাথে এবং টাওয়ার হ্যামলেটসসহ সারা বিশ্বের মুসলমানদের সাথে সহমর্মিতা প্রকাশের জন্য শুক্রবার জুম্মার নামাজের পর ইস্ট লন্ড মসজিদে আমার অন্যান্য কলিগদের নিয়ে বিশেষ র‌্যালীতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিবৃতিতে জন বিগস মসজিদগুলোর নিরাপত্তায় মেয়র অব লন্ডন সাদিক খানের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button