আশফাকের ‘হ্যাটট্রিক’

সিলেট সদর উপজেলা পরিষদের টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আশফাক আহমদ। আজ সোমবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় ১৮ হাজার ভোট বেশী পেয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আশফাক আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বহিষ্কৃত বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন ২৭ হাজার ১২৪ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিরাজী পেয়েছেন ৪ হাজার ৭৩৬ ভোট। এরআগে ২০০৯ সালে প্রথমবার এবং ২০১৪ সালে দ্বিতীয়বারের মত সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের এই সহ সভাপতি। টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলের নেতাকর্মী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশফাক আহমদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button