গোয়ালাবাজারে ‘টেমস টাওয়ার’ উদ্বোধন
প্রবাসীরা দেশের অগ্রগতির প্রাণশক্তি: খন্দকার শিপার
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ বলেছেন ব্যবসায়ী ও প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অগ্রগতির প্রাণশক্তি। তাদের প্রবাসীদের বিনিয়োগের কারণেই দেশ এগিয়ে যায়। খন্দকার শিপার প্রবাসীদের একটি দেশের প্রাণশক্তি উল্ল্যেখ করে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে বিরাট অবদান রাখছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে অতএব তাদের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং তাদেরকে দেশে বিনিয়োগে উৎসাহিত করতে হবে। তিনি গত শুক্রবার ওসমানীনগরের বৃহত্তর বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে ‘টেমস টাওয়ার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।
টেমস টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল মালিকের সভাপতিত্বে ও পরিচালক শিকদার মোহাম্মদ কিবরিয়া ও এডভোকেট শাহিদুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর শাহ নেছার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট মুকতাবিস উন নুর, আল হামরা শপিং কমপ্লেক্সের এমডি অধ্যাপক আব্দুল হান্নান, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান এমজি রাসুল খালেদ আহমদ লটই, প্রফেসার ড নেছাওর মিয়া, অধ্যাপক মো: ছুরাব আলী, রাজনীতিবিদ আবদাল মিয়া, অরুনোদয় পাল ঝলক, বিশিষ্ট সমাজ সেবক উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সিকান্দার আলী, গোয়ালাবাজারের বনিক সমিতির সাবেক সেক্রেটারী আব্দুল মুমিন, আলাউর রহমান আলা, , এডভোকেট শাহরিয়া উজ জামান, পরিচালক আক্তার মোহাম্মদ শামছুল হক, পরিচালক ইফতেখারুল আলম, পরিচালক এমরান আহমদ, পরিচালক আব্দুল কুদ্দুছ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ মামুন আল-হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শামিম মালেক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান জিলু, সহ সভাপতি কাজাদ উদ্দিন, ইসি মেম্বার আহমদ আলী, বিশিস্ট ব্যবসায়ী ও পরিচালক আব্দুল মালেক শিকদার, আব্দুল হামীদ, ফখরুল ইসলাম ফারুক ও জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, উসমানপুর ইউপি সদস্য মোজাফ্ফর আলী, গোয়ালাবাজার ইউপি সদস্য তছন মিয়া, বেলাল আহমদ, মাওলানা আব্দুল মতিন গজনভী, জুয়েল আহমদ জন, মিজানুর রহমান চৌধুরী প্রমূখ। দোয়া পরিচালনা করেন, হযরত শাহজালাল সিনিয়র মাদ্রাসা, ব্রাহ্মনগ্রাম এর অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম
স্বাগত বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর শাহ নেছার টেমস টাওয়ার প্রতিষ্টার প্রেক্ষাপট উল্ল্যেখ করে ২০০৮ সালে ভিত্ত্বিপ্রস্তর করেন স্বনামধন্য ব্যাবসায়ী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কয়ছর আহমদ। দ্রুত গতিতে কাজ চলছিল তবে সংগত কারণে কাজ বন্ধ থাকে, পরবর্তিতে বর্তমান চেয়ারম্যন আব্দুল মালেক, সিনিয়র ভাইস চেয়ারম্যন আতিকুর রহমান জিলু, ভাইস চেয়ারম্যন কাজাদ উদ্দিন এর পরিচালনায় ২০১২ সালে দায়িত্ব নিয়ে কাজ পূণরায় আরম্ভ করি সকলের সহযোগিতায় আজ এ বিশাল ওপেনিং করা সম্ভব হয়েছে । শাহ নেছার অতিথি, পরিচালক ও ডিরেক্টরদের অভিন্দন জানিয়ে বলেন, দেশে-বিদেশে অবস্থানরত সকল পরিচালক, দোকান মালিক, বিভিন্ন পর্যায়ের ঠিকাদার,অফিসস্টাফগণ আন্তরিক ভাবে কাজ করার কারণেই আজ আমরা সফলতার মুখ দেখতে পেরেছি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইনশাআল্লাহ অসমাপ্ত কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবো ।
শাহ নেছার টেমস টাওয়ারের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ্য করে বলেন, সুবিশাল কার পার্কিং, ক্যাপসুল লিফট, সর্বাধুনিক বিদুৎ ব্যবস্থা, ২৪/৭ নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, ওয়াই-ফাইসহ অন্যান্য সুবিধা নিয়ে বলেন, ১৬ তালা বিশিষ্ট এই টাওয়ারের ৩য় তলার কাজ সম্পন্ন করে আমরা ফ্লাটের কাজ শুরু করবো। তিনি টেমস টাওয়ারে অংশীদার হতে আগ্রহীদের আহবান জানান।