আল্লামা তাকি উসমানির গাড়িতে হামলা, নিহত ২

দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তাকে নিরাপত্তা দেয়া দুই গার্ড নিহত হয়েছেন। জানা যায়, আজ শুক্রবার দুপুরে তাকে বহন করা গাড়িসহ অপর একটি গাড়িতে হামলা চালানো হয়। এতে তিনি ও তার স্ত্রী প্রাণে বেচেঁ গেলেও ২জন নিহত হয়েছেন। আহতদেরকে নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ হামলার সম্পৃক্ত কাউকে সনাক্ত করতে পারেনি।

পুলিশ বলছে, হামলার শিকার দুটি গাড়িই দারুল উলুম করাচির। যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন। পুলিশ আরও জানায়, তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকি উসমাকে রক্ষা করেছেন। দারুল উলুম করাচির মুখপাত্র মুফতি তালহা রহমানি বলেছেন, মুফতি তাকি উসমানি ভালো আছেন। মুফতি তাকি উসমানির ছেলে ইমরান তাকি ডন নিউজকে জানান, আল্লাহ পাক মুফতি তাকি উসমানিকে রক্ষা করেছেন। তবে তার গাড়ি পুরোপুরিই বিকল হয়ে গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লামা তাকি উসমানিকে কেউ কখনো হুমকি দেয়নি। তিনি বিতর্কহীন ব্যক্তি হিসেবেই সবার কাছে পরিচিত। সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইল বলেন, আমাদের পুলিশ বেশ দক্ষতা দেখিয়ে তাকি উসমানিকে রক্ষা করেছেন। মুফতি তাকি উসমানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালো আছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button