বিশ্বের সর্ব বৃহৎ পার্ক হচ্ছে সৌদিতে
সাড়ে ৭ কোটি গাছ লাগিয়ে বিশ্বের সর্ব বৃহৎ পার্ক বানানোর প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। এতে ৭০ হাজার মানুষের কর্মসংস্থাণ হবে বলেও জানিয়েছে দেশটির সরকার। রাজধানী রিয়াদকে সবুজে মুড়িয়ে দিতে মঙ্গলবার ২৩০ কোটি মার্কিন ডলারের এ উচ্চাকাঙ্খি প্রকল্প হাতে নেয় সৌদি আরব।
বাদশাহ সালমান পার্ক, স্পোর্টস ভলেভার্ড, গ্রিন রিয়াদ ও রিয়াদ আর্ট নামে চার কিস্তিতে এ বছরই পার্কটির কাজ শুরু হবে। এতে করে একদিকে রাজধানীতে যেমন সবুজায়ন হবে এবং পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে ৭০ হাজার নতুন কর্মসংস্থাণ সৃষ্টি হবে।