জব্দ হচ্ছে ব্রাদারহুড নেতাদের সম্পত্তি
মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার দেশটির বৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১৪ নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রোববার দেশটির বিচারবিভাগ সংশ্লিষ্টরা প্রধান কেঁৗসুলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। যে ১৪ জন ব্রাদারহুড নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে, তাদের মধ্যে দলটির সর্বোচ্চ নেতা সর্বোচ্চ মোহামেদ বাদেয়েই ও তার সহকারী খয়রাত আল-শাতের এবং ব্রাদারহুডের রাজনৈতিক শাখার উপ-প্রধান এসাম আল-আরিয়ান রয়েছেন। এদিকে মিসরের ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংলাপের জন্য আমেরিকা তার সহকারী-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসকে মিসর পাঠিয়েছে। অন্যদিকে মিসরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি সেনাবাহিনীর হাতে মোহামেদ মুরসির ক্ষমতাচ্যুতি ঘটনাটি সঠিক সিদ্ধান্ত ছিল বলে রোববার বিবৃতি দিয়েছেন। অন্যদিকে মিসরের সিনাই প্রদেশে একটি বাসে সোমবার অজ্ঞাত পরিচয় ইসলামপন্থী জঙ্গিদের হামলায় তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত পুলিশবাহী একটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও লক্ষ্যচুত হয়ে নিক্ষিপ্ত গ্রেনেডটি শ্রমিকবাহী একটি বাসে আঘাত হানে।