ইউকে দাতব্য প্রতিষ্ঠান থেকে সতের অবৈধ অভিবাসী আটক
ম্যানসেস্টার এবং ইয়র্কশায়ারের দাতব্য প্রতিষ্ঠান থেকে সতের জন অবৈধ অভিবাসীকে আটক করেছে হোম অফিস। ইমিগ্রেশন আইনের টায়ার ২ এবং টায়ার ৫ ভঙ্গ করার দায়ে তাদেরকে আটক করা হয়।
হোম অফিস জানায়, ম্যানসেস্টার এর চিটহাম রোডে কাসলা মিশনারী সোসাইটিতে অভিযান চালিয়ে দশ জনকে আটক করা হয়। জানা যায়, ধর্মীয় কাজে ইন্ডিয়ানদের অবৈধভাবে যুক্তরাজ্যে নিয়ে আসে ওই প্রতিষ্ঠান। তবে তাদের মধ্যে ৪০ ও ৫০ বছর বয়সের দুই ব্রিটিশ পুরুষ এবং ৩৯ বছর বয়সের এক ব্রিটিশ নারী রয়েছে তাদের মধ্যে। ইয়র্কশেয়ারে ভিন্ন ভিন্ন অভিযানে আরো সাত জনকে আটক করে হোম অফিস। তাদের সবাইকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৭১ এর সেকশন ২৫ ভঙ্গের দায়ে সন্দেহবশত আটক করা হয়েছে।