অধ্যক্ষ্য রেজাউল আমিনের সাথে ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার মতবিনিময়
ঢাকা দক্ষিন উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফরত ঢাকা দক্ষিন বহুমুখি উচ্চচ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের সাথে এক মতবিনিময় সভা বুধবার ২৭ সেপ্টে“র পুর্বলন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাক্তার মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার আহমদ শাহান এবং কোষাধক্ষ আব্দুল বাছিরের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় অধক্ষ্য নুরুল আমিন বলেন, ঢাকা দক্ষিন স্কুল এন্ড কলেজ গোলাপগঞ্জের মধ্যে একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১৮শত ছাত্র ছাত্রী অধ্যায়ন করছে। কিন্তু সম্পদের সিমাবদ্ধতা ও স্থান সংকুলানের কারনে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম প্রায়ই ব্যাহত হচ্চেছ। তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা দূরীকরন, নতুন ক্লাসরুম নির্মান, কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞানাগার নির্মাণে যুক্তরাজ্য প্রবাসীদের সার্বিক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিন উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দূরীকরনের তাদের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অর্থমন্ত্রনালয়ের উপসচিব খায়রুল আমিন। বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক কমর উদ্দিন, শিক্ষক তছউর আলী, কামাল উদ্দিন খোকন, দেলোয়ার হোসে লেবু, আতাউর রহমান আঙ্গুর মিয়া, আবজল হোসেন, খালেদ আজিম জামাল, নিজাম উদ্দিন, আজন উদ্দিন, রুহুল আমিন রুহেল, এম আর চৌধুরী রুহুল, নাহিন মাহমুদ, তাজুল ইসলাম, ইকবাল হোসেন, আমিনুল হক জিলু, সিদ্দিকুর রহমান, আশরাফ হোসেন, মারুফ আহমদ, জাকির হোসেন, সাদেক আহমদ, সিহাব উদ্দিন, মুকিতুর রহমান, শামিম আহমদ, সেলিম আহমদ, সুলতান আহমদ ইমন, মোহাম্মদ দারা, কামরুজ্জামান, আনোয়ার শাহজাহান, ডা. নুরুজ্জামান, রেজোয়ান হোসেন সিবলু প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলিউর রহমান খান। সভায় অধ্যক্ষ্য নুরুল আমিনকে ফুল দিয়ে বরন করা হয়।