ব্রিটেনে নিউরোসার্জারি বিষয়ক সর্বোচ্চ পুরস্কারে ভূষিত বাংলাদেশি চিকিৎসক

বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ প্রফেসর টিপু আজিজকে আজীবনের জন্য ব্রিটেনের নিউরোসার্জারি বিষয়ক সর্বোচ্চ সম্মাননা দেয়া হয়েছে। তিনি অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারি’র প্রতিষ্ঠাতা ও প্রধান। নাফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস থেকে তাকে দেয়া হয়েছে ‘মেডেল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ পুরস্কার। নিউরোসার্জারিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আজীবন এই পদকে ভূষিত করা হয়েছে। ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন প্রফেসর টিপু আজিজ। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে তিনি নিউরোফিজিওলজির ওপর পড়াশোনা করেছেন। পারকিনসন, স্কেলেরোসিসসহ বিভিন্ন রকম জটিল ও কঠিন চিকিৎসায় তিনি বিশেষজ্ঞ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button