এসপিএস প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ

সিলেট নগরীতে সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে: মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহ্য সংরক্ষনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। শিল্প সংস্কৃতিকে পৃষটপোষকতা দিতে নগরের কেন্দ্রস্থলে সাংস্কৃতিক বলয় গড়ে তোলা হবে।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গৃহিত রজত জয়ন্তী উৎসবের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মেয়র আরিফুল হক চৌধুরীকে অবহিত করার সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সস্তা জনপ্রিয়তার জন্য যেনতেন কিংবা যত্রতত্র কিছু করার পক্ষপাতি নন তিনি। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে সিলেট নগরকে গড়ে তোলাই তার লক্ষ্য।
এসপিএস এর প্রতিষ্ঠাতা আহবায়ক মাহবুব রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে মেয়র এর সাথে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোনায়েম, সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক বাপ্পি ত্রিবেদী এবং কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন মনি।
এসপিএস এর রজত জয়ন্তি উৎসব এবং প্রথম এসপিএস আন্তর্জাতিক ফটো কন্টেস্ট এন্ড এক্সিবিশন এর পার্টনার হওয়ার জন্য সিটি কর্পোরেশনকে আমন্ত্রণ জানানো হলে মেয়র তা বিবেচনার আশ্বাস দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button