লন্ডন মলে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন
স্টেডিয়াম নয়, আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠান হবে লন্ডন মলে। যুক্তরাজ্যের রানীর বাসভবন বাকিংহাম প্যালেস অভিমুখে অবস্থিত ঐতিহ্যবাহী সড়ককে বলা হয় দ্য মল। গত এক দশকের মধ্যে লন্ডন অলিম্পিক ও অ্যাথলেটিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এখানে, তবে কোনো বৈশ্বিক ক্রীড়া আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান হতে যাচ্ছে এই প্রথম। নাচ, গান ও ক্রিকেট-সম্পর্কিত আয়োজনের মিশেলে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানটি হবে ২৯ মে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টা)। পরদিন কেনিংটন ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ময়দানি লড়াই।
জমকালো আয়োজনের বিশ্বকাপ উদ্বোধন অনুষ্ঠানটি বিশ্বজুড়ে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। তবে সৌভাগ্যবান চার হাজার দর্শক সরাসরিই সেখানে উপস্থিত থাকতে পারবেন। মঙ্গলবার বিশ্বকাপের আয়োজক আইসিসি এক বিবৃতিতে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছে। ৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ডটকম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। সৌভাগ্যবানদের ফ্রি টিকিটপ্রাপ্তি ও পরবর্তী নির্দেশনা দেওয়া হবে ৭ মে।