ব্রিস্টলে আল কোরআন একাডেমীর কোরআন মাহফিল অনুষ্ঠিত

Al Quranসম্প্রতি আল কোরআন একাডেমী লন্ডন ও শাহজালাল মসজিদ ব্রিস্টল এর যৌথ উদ্যোগে ব্রিস্টলের শাহজালাল মজসিদ হলে অনুষ্ঠিত হলো কোরআন মাহফিল। প্রফেসর কবির উদ্দিনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জমিয়াতুল উম্মাহ লন্ডনের প্রিন্সিপাল শাইখ আবদূর রহমান মাদানী। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউকে চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী ও আবদুল ওয়াহাব (এমবিই)।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্যে ইউনিয়ন ভিত্তিক প্রজেক্ট লাইট হাউজ সম্পর্কে গুরম্নত্বারোপ করেন। প্রথম পর্যায়ে আল কোরআন একাডেমী প্রতিটি ইউনিয়নে দুইহাজার কপি কোরআন বিতরণ করতে চায়। আল কোরআন একাডেমী লন্ডন একজন বা একাধিক দায়িত্বশীল মানুষ খুঁজছে, যিনি বাংলাদেশের একেকটি ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষিত মানুষের কাছে অনুবাদসহ এককপি কোরআন পৌঁছানোর দায়িত্ব নেবেন। লাইট হাউজ প্রজেক্টের উদ্দেশ্য হল আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের প্রত্যেকটি বাংলা ভাষাভাষী শিক্ষিত নারী পুরুষের কাছে অনুবাদসহ এককপি কোরআন পৌঁছানো। আল কোরআন একাডেমী লন্ডন ইতিমধ্যেই ২,৫০,০০০ কপি অনুবাদসহ কোরআন বিতরণ সম্পন্ন করেছে। কোরআন বিতরণের কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। উলেস্নখ্য যেকোনো ব্যক্তি ২০০০ কপি কোরআন স্পন্সরের মাধ্যমে তার নিজ এলাকার কোরআন বিতরণের দায়িত্ব নিতে পারেন।
বিশেষ অথিতি জমিয়াতুল উম্মাহ লন্ডনের প্রিন্সিপাল শাইখ আবদূর রহমান মাদানী তার আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে মুসল্লীদের প্রশ্নের প্রাণবন্ত জবাব দেন এবং কমিউনিটির সবাইকে কোরআন বিতরণের কাজে এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button