মর্মান্তিক বেদনাবিধুর
দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এলরিসা থিউনিসেনের। ২০১৩ সালে দেমটির হয়ে সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপ দলে। সেবছরই বাংলাদেশ নারী দলের বিপক্ষে ইমার্জিং একাদশের হয়ে খেলেন থিউনিসেন। পান তিন উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ। জীবনের শেষ ম্যাচও। গত পরশু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একমাত্র শিশুসন্তানসহ নিহত হয়েছেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, উত্তরপশ্চিমাঞ্চলীয় খনি শহর স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় নিহত থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়। থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি, সিএসএ, দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক ড্যান ফন নিকার্কসহ অনেকেই।